বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি সরকারী টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজ, টুঙ্গিপাড়া উপজেলার, গিমাডাঙ্গা মৌজার মুন্সিচর এলাকায় অবস্থিত যার দক্ষিণ পাশে বিআরটিসি ট্রেনিং সেন্টার ও উত্তর পাশে বিএডিসি (সেচভবন)। যদি ঢাকা থেকে কেউ আসতে চায় তবে গুলিস্থান/যাত্রাবাড়ি বাস কাউন্টার হতে ঢাকা টু পিরোজপুর গামী যে কোন বাস (যেমন: টুঙ্গিপাড়া /ইমাদ/দোলা/ওয়েলকাম/পালকি এক্সপ্রেস) এর যাত্রী হয়ে উঠলে এই প্রতিষ্ঠানের সামনেই নামতে পাড়বেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস